বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি
- সর্বশেষ আপডেট ১২:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 143
মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার নেতৃবৃন্দ স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যারা জীবন উৎসর্গ করেছেন, জামায়াতে ইসলামী সবসময় শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁদের স্মরণ করে। দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি বরাবরের মতোই অঙ্গীকারবদ্ধ এবং দেশের প্রতি ভালোবাসা ও সম্মান বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে বলে তারা উল্লেখ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্কাস আলী, বাইতুল মালের সভাপতি মাওলানা জহির উদ্দিন, নুর নবী মিয়াসহ উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।



































