শিরোনাম
বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 87
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির কারণে নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট সময়ের (৪০ মিনিট) জন্য ঢাকা মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় যাত্রীসেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে মেট্রোরেল কর্তৃপক্ষ সম্মানিত যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে।
































