ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় মাথায় গুলি করে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ১২:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 70

খুলনা মহানগরীর রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে গুলি করে মো. সাগর (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাগর গ্রীন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে। তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সাগর তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তার পথ আটকে গুলি চালায়। একটি গুলি সাগরের মাথায় এবং অপরটি তার হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

আহত সাগরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর নিশ্চিত করেছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খুলনায় মাথায় গুলি করে যুবককে হত্যা

সর্বশেষ আপডেট ১২:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

খুলনা মহানগরীর রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে গুলি করে মো. সাগর (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাগর গ্রীন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে। তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সাগর তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তার পথ আটকে গুলি চালায়। একটি গুলি সাগরের মাথায় এবং অপরটি তার হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

আহত সাগরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর নিশ্চিত করেছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।