মহান বিজয় দিবস
লাল-সবুজের পতাকা হাতে বিশ্ব রেকর্ড গড়বে ৫৪ প্যারাট্রুপার
- সর্বশেষ আপডেট ১২:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 81
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এ বিশেষ কর্মসূচির মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য ও দেশের গৌরব আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা পোস্টে ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেখানে জানানো হয়, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন।
পোস্টে আরও জানানো হয়, এই ৫৪ জনের শেষ ৬ জন পোশাকে নিজেদের নেইমপ্লেটের পরিবর্তে সুদানের ইউএন ঘাঁটিতে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের নেইমপ্লেট পরে প্যারাট্র্যুপিং করবেন।
উল্লেখ্য, এই আয়োজন মূলত স্বাধীনতার ৫৪ বছর উদযাপনের অংশ হিসেবে হবে। এই দিনে সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং দেখবে বিশ্ব। বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। এছাড়া চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো। বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে।
































