বাংলাদেশি নাবিকসহ জাহাজ আটক করল ইরান
- সর্বশেষ আপডেট ১১:২৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 66
ওমান উপসাগরের উপকূল থেকে তেলবাহী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন নাবিক রয়েছেন।
শুক্রবার (১২ডিসেম্বর) দিনগত রাতে এই আটকের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হরমুজগানের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানায়, ওমান সাগরের উপকূল থেকে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়েছে। ট্যাঙ্কারটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল বলে দাবি ইরানের।
প্রতিবেদনে আরও বলা হয়, আটকের আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সমস্ত নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল।
দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ছয় মিলিয়ন লিটার নিষিদ্ধ ডিজেল জ্বালানি বহনকারী একটি তেল ট্যাংকার ওমান সাগরের উপকূলে আটক করা হয়েছে। নেভিগেশন সিস্টেম বিকল হয়ে যাওয়ায় জাহাজটি সাগরে ভাসছিল বলে জানানো হয়।
ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবে উপসাগরীয় এলাকায় অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজ আটকের ঘোষণা দিয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইরানে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম অত্যন্ত কম হওয়ায় এ সুযোগে দেশটিতে জ্বালানি চুরি ও পাচারের সঙ্গে জড়িত বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র গড়ে উঠেছে। এসব চক্র স্বল্প দামে ইরানের তেল সংগ্রহ করে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে।
এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও একই ধরনের একটি তেল ট্যাংকার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী।
এদিকে গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটির ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগে ২০২২ সালে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ।
সূত্র: আরব নিউজ




































