ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪৩৩ রান তুলে ভারতের নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 134

৪৩৩ রান তুলে ভারতের নতুন রেকর্ড

দুবাইয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে ব্যাট হাতে ঝড় তুললেন ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী। শুক্রবার (১২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাত্র ৯৫ বলে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতেই নিয়ে নেন। ১৪টি ছক্কা এবং ৯টি চারে গড়া এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেই ভারত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৪৩৩ রানের বিশাল সংগ্রহ।

মাত্র ৩০ বলেই হাফসেঞ্চুরিতে পৌঁছান সূর্যবংশী, যেখানে চার–ছক্কা থেকেই আসে ৪০ রান। শতকে পৌঁছাতে লাগে আরও ২৬ বল। মোট ৫ চার ও ৯ ছক্কার সাহায্যে ৫৬ বলেই সম্পূর্ণ করেন সেঞ্চুরি। আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডধারী এই তরুণ ক্রিকেটার আজ আন্তর্জাতিক বয়সভিত্তিক ক্রিকেটেও নতুন করে নিজের সামর্থ্য প্রমাণ করলেন।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের ইনিংস ছিল তার অনূর্ধ্ব–১৯ পর্যায়ের সর্বোচ্চ। আজকের ১৭১ রান তা ছাড়িয়ে নতুন ব্যক্তিগত রেকর্ড হয়ে উঠেছে। শুধু তাই নয়, এক ইনিংসে ১৪টি ছক্কা মেরে তিনি যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এতদিন রেকর্ডটি ছিল ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে মাইকেল হিলের ১২ ছক্কার দখলে।

ভারতের অনূর্ধ্ব–১৯ দলে এই ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তালিকার শীর্ষে রয়েছেন অম্বতি রাইড়ু, যিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৭৭ রান। আর সব দেশের রেকর্ড মিলিয়ে সূর্যবংশীর এই স্কোরটি নবম সর্বোচ্চ। তালিকার শীর্ষস্থান এখনো দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন শালকায়কের, যিনি এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২১৫ রান।

দলগত দিক থেকেও ভারতের এই ৪৩৩ রান অনূর্ধ্ব–১৯ ওয়ানডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ দলীয় স্কোর ২০০২ সালে কেনিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪৮০ রান। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, যারা ২০১৮ সালে কেনিয়ার বিরুদ্ধেই তুলেছিল ৪৩৬ রান। তবে সব দলের মধ্যে সবচেয়ে বেশি তিনটি ৪০০+ ইনিংস রয়েছে ভারতেরই ঝুলিতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪৩৩ রান তুলে ভারতের নতুন রেকর্ড

সর্বশেষ আপডেট ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

দুবাইয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে ব্যাট হাতে ঝড় তুললেন ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী। শুক্রবার (১২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাত্র ৯৫ বলে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতেই নিয়ে নেন। ১৪টি ছক্কা এবং ৯টি চারে গড়া এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেই ভারত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৪৩৩ রানের বিশাল সংগ্রহ।

মাত্র ৩০ বলেই হাফসেঞ্চুরিতে পৌঁছান সূর্যবংশী, যেখানে চার–ছক্কা থেকেই আসে ৪০ রান। শতকে পৌঁছাতে লাগে আরও ২৬ বল। মোট ৫ চার ও ৯ ছক্কার সাহায্যে ৫৬ বলেই সম্পূর্ণ করেন সেঞ্চুরি। আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডধারী এই তরুণ ক্রিকেটার আজ আন্তর্জাতিক বয়সভিত্তিক ক্রিকেটেও নতুন করে নিজের সামর্থ্য প্রমাণ করলেন।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের ইনিংস ছিল তার অনূর্ধ্ব–১৯ পর্যায়ের সর্বোচ্চ। আজকের ১৭১ রান তা ছাড়িয়ে নতুন ব্যক্তিগত রেকর্ড হয়ে উঠেছে। শুধু তাই নয়, এক ইনিংসে ১৪টি ছক্কা মেরে তিনি যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এতদিন রেকর্ডটি ছিল ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে মাইকেল হিলের ১২ ছক্কার দখলে।

ভারতের অনূর্ধ্ব–১৯ দলে এই ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তালিকার শীর্ষে রয়েছেন অম্বতি রাইড়ু, যিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৭৭ রান। আর সব দেশের রেকর্ড মিলিয়ে সূর্যবংশীর এই স্কোরটি নবম সর্বোচ্চ। তালিকার শীর্ষস্থান এখনো দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন শালকায়কের, যিনি এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২১৫ রান।

দলগত দিক থেকেও ভারতের এই ৪৩৩ রান অনূর্ধ্ব–১৯ ওয়ানডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ দলীয় স্কোর ২০০২ সালে কেনিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪৮০ রান। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, যারা ২০১৮ সালে কেনিয়ার বিরুদ্ধেই তুলেছিল ৪৩৬ রান। তবে সব দলের মধ্যে সবচেয়ে বেশি তিনটি ৪০০+ ইনিংস রয়েছে ভারতেরই ঝুলিতে।