দাম ১ লাখ ৩১ হাজার টাকা
৫০০ কেজির শাপলা পাতা মাছ নিলামে বিক্রি
- সর্বশেষ আপডেট ১২:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 118
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৫০০ কেজি ওজনের বিশাল শাপলা পাতা মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। মাছটি স্থানীয় বাজারে নিলামে ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের দানার দোল ঘাট সংলগ্ন বাজারে মাছটি নিলামে তোলা হয়। স্থানীয় সূত্র জানায়, কামাল মাঝি ও তার সহযোদ্ধা জেলেরা প্রতিবারের মতো নিঝুমদ্বীপের দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ভোরে জাল তুলতে গিয়ে তাঁরা অতিরিক্ত ভার অনুভব করেন। ট্রলারের ১৫ জন জেলের পাশাপাশি আরেকটি ট্রলারের সহায়তায় বড়সড় এই শাপলা পাতা মাছটিকে জালে তোলা সম্ভব হয়। পরে মাছটি দানার দোল মাছঘাটে আনা হয় এবং বিকেলে স্থানীয় ব্যবসায়ী খবির উদ্দিন এটি কিনে নেন।
জেলেদের একজন, কামাল মাঝি বলেন, “অনেক দিন ধরে ব্যবসায় লোকসান হচ্ছে, ধার–দেনার মধ্যে রয়েছি। এত বড় মাছ পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে ভালো ক্রেতা না থাকার কারণে তুলনামূলক কম দামে বিক্রি করতে হয়েছে।”
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানিয়েছেন, এই প্রজাতির মাছ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের আওতায় সংরক্ষিত। এটি ধরা, বিক্রি বা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি বিপন্ন প্রজাতি এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ।


































