মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় এক যুবক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১২:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 82
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় মোরছালিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে ২২ বছর বয়সী মোরছালিনকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানান, হত্যাকাণ্ডের দুই দিন আগে মোরছালিন যোগেশ রায়ের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শুক্রবার তাঁর সঙ্গে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযানে নামবে পুলিশ।
গত শনিবার রাতে কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের নিজ বাড়িতে নিহত হন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়। পরদিন সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে দুজনের রক্তাক্ত লাশ দেখতে পান।
হত্যার ঘটনার পর তাঁদের বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতদের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই মোরছালিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত আপাতত প্রকাশ করা হচ্ছে না।
































