নোয়াখালী এক্সপ্রেসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পলাশ
- সর্বশেষ আপডেট ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 82
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী বিভাগের ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে এই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রাজধানীর একটি হোটেলে চুক্তি সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। এর আগে গত সপ্তাহেই নোয়াখালী এক্সপ্রেস বিষয়টি নিশ্চিত করেছিল এবং ফেসবুকে একটি পোস্টে লিখেছিল, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’
পলাশ ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি নোয়াখালীর স্থানীয় ভাষায় কথা বলে দর্শকদের মন জয় করেন।
বিপিএলের এবারের আসরের উদ্বোধনী দিনে নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। ম্যাচের মাধ্যমে শুরু হবে দলের এবারের বিপিএল অভিযান।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড:
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।

































