ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের ভোটার নিবন্ধন ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 83

প্রবাসীদের ভোটার নিবন্ধন ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনলাইনে ভোটার নিবন্ধনের হার দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীর সংখ্যা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৩৯২ জন

ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট থেকে দেখা যায়, নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৮০৭ জন পুরুষ এবং ২৩ হাজার ২৩৪ জন নারী

বর্তমানে যেসব দেশে উত্তরোত্তর নিবন্ধন চলছে, তার মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মোজাম্বিক, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, গাম্বিয়া, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, পেরু, জিম্বাবুয়ে, সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ আরও বহু দেশ।

ইসির ব্যাখ্যা অনুযায়ী, নির্বাচনী দায়িত্বে থাকা ভোটার, নিজের এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এই নিবন্ধন নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, সঠিক ঠিকানা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভোটপত্র সংশ্লিষ্ট ঠিকানায়ই প্রেরণ করা হবে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করেন এবং ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সীমা ঘোষণা করেন। ভোট দিতে হলে সংশ্লিষ্ট দেশের সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধন করতে হবে। এজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসীদের ভোটার নিবন্ধন ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে

সর্বশেষ আপডেট ০৪:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনলাইনে ভোটার নিবন্ধনের হার দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীর সংখ্যা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৩৯২ জন

ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট থেকে দেখা যায়, নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৮০৭ জন পুরুষ এবং ২৩ হাজার ২৩৪ জন নারী

বর্তমানে যেসব দেশে উত্তরোত্তর নিবন্ধন চলছে, তার মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মোজাম্বিক, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, গাম্বিয়া, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, পেরু, জিম্বাবুয়ে, সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ আরও বহু দেশ।

ইসির ব্যাখ্যা অনুযায়ী, নির্বাচনী দায়িত্বে থাকা ভোটার, নিজের এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এই নিবন্ধন নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, সঠিক ঠিকানা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভোটপত্র সংশ্লিষ্ট ঠিকানায়ই প্রেরণ করা হবে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করেন এবং ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সীমা ঘোষণা করেন। ভোট দিতে হলে সংশ্লিষ্ট দেশের সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধন করতে হবে। এজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।