ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তুলে দিল জেলা পরিষদ

নীলফামারীতে অসহায়দের হাতে ফুটকার্ট, রিকশা ও ভ্যান

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৯:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 66

নীলফামারীতে অসহায়দের হাতে ফুটকার্ট

নীলফামারী জেলা পরিষদ জেলার বিভিন্ন উপজেলার অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য নতুন জীবিকার সুযোগ সৃষ্টি করছে। জেলা পরিষদ আত্মনির্ভরতা বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে শুধু জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না, বরং নারী উদ্যোক্তা, শ্রমজীবী ও প্রতিবন্ধী মানুষদের সমাজে অংশগ্রহণের সুযোগও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন জেলার সর্বোচ্চ কর্মকর্তা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (সাধারণ) বরাদ্দের অর্থে নারী উদ্যোক্তা ও উপকারভোগীদের মধ্যে বাছাই করে চারজনকে ফুটকার্ট, রিকশা ও ভ্যান প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, “অসহায় ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আমাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আস্থা ও আত্মনির্ভরশীল করে তোলা আমাদের নীতিগত অঙ্গীকার। এই উদ্যোগের মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তুলে দিল জেলা পরিষদ

নীলফামারীতে অসহায়দের হাতে ফুটকার্ট, রিকশা ও ভ্যান

সর্বশেষ আপডেট ০৯:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

নীলফামারী জেলা পরিষদ জেলার বিভিন্ন উপজেলার অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য নতুন জীবিকার সুযোগ সৃষ্টি করছে। জেলা পরিষদ আত্মনির্ভরতা বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে শুধু জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না, বরং নারী উদ্যোক্তা, শ্রমজীবী ও প্রতিবন্ধী মানুষদের সমাজে অংশগ্রহণের সুযোগও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন জেলার সর্বোচ্চ কর্মকর্তা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (সাধারণ) বরাদ্দের অর্থে নারী উদ্যোক্তা ও উপকারভোগীদের মধ্যে বাছাই করে চারজনকে ফুটকার্ট, রিকশা ও ভ্যান প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, “অসহায় ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আমাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আস্থা ও আত্মনির্ভরশীল করে তোলা আমাদের নীতিগত অঙ্গীকার। এই উদ্যোগের মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে।”