ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 130

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন নন-ক্যাডার কর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেল ৪টা পর্যন্ত উপদেষ্টার দপ্তরের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

দুপুরে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৩০০–৪০০ কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জমায়েত হয়ে মিছিলসহকারে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় যান এবং উপদেষ্টার কক্ষে প্রবেশের পথ আটকে দেন। তারা হ্যান্ড মাইক ব্যবহার করে সচিবালয় ভাতা চালুর দাবি জানিয়ে নানা স্লোগান দেন।

সচিবালয়ের এক কর্মকর্তা জানান, এখানে কর্মরত সবার জন্য সমানভাবে ২০ শতাংশ সচিবালয় ভাতা চাওয়া হচ্ছে। তার ভাষায়, “উপদেষ্টা, মন্ত্রী বা সচিবদের সঙ্গে রাত পর্যন্ত অফিস করতে হয়, কিন্তু অন্যান্য দপ্তরের মতো আমরা অতিরিক্ত কোন ভাতা পাই না—এটাই আমাদের ক্ষোভ।”

আন্দোলনকারীরা আরও বলেন, এর আগেও রেশন সুবিধার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত মহার্ঘ্য ভাতাও কার্যকর হয়নি। নতুন পে-কমিশন ঘোষিত হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টা জানিয়ে দিয়েছেন। এসব অসমাপ্ত প্রতিশ্রুতি ও বঞ্চনার কারণে তারা আবার অবরোধ কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৫:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন নন-ক্যাডার কর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেল ৪টা পর্যন্ত উপদেষ্টার দপ্তরের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

দুপুরে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৩০০–৪০০ কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জমায়েত হয়ে মিছিলসহকারে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় যান এবং উপদেষ্টার কক্ষে প্রবেশের পথ আটকে দেন। তারা হ্যান্ড মাইক ব্যবহার করে সচিবালয় ভাতা চালুর দাবি জানিয়ে নানা স্লোগান দেন।

সচিবালয়ের এক কর্মকর্তা জানান, এখানে কর্মরত সবার জন্য সমানভাবে ২০ শতাংশ সচিবালয় ভাতা চাওয়া হচ্ছে। তার ভাষায়, “উপদেষ্টা, মন্ত্রী বা সচিবদের সঙ্গে রাত পর্যন্ত অফিস করতে হয়, কিন্তু অন্যান্য দপ্তরের মতো আমরা অতিরিক্ত কোন ভাতা পাই না—এটাই আমাদের ক্ষোভ।”

আন্দোলনকারীরা আরও বলেন, এর আগেও রেশন সুবিধার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত মহার্ঘ্য ভাতাও কার্যকর হয়নি। নতুন পে-কমিশন ঘোষিত হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টা জানিয়ে দিয়েছেন। এসব অসমাপ্ত প্রতিশ্রুতি ও বঞ্চনার কারণে তারা আবার অবরোধ কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।