ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 59

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার দুপুর ৩টার দিকে সংগঠনটির ব্যানারে বিপুল সংখ্যক মানুষ সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওয়ারী, গেন্ডারিয়া এবং পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা লোকজনও এতে যোগ দেয়।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার জানান, শহীদ নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর হত্যার বিচার দাবিতেই এই কর্মসূচি। তিনি বলেন, দ্রুত আইজিপিকে অপসারণ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় শাহবাগ পুরোপুরি বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে।

এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা দাবি করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড ও সেনা কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ পাওয়ার পর তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে পিন্টুকে রাজশাহী কারাগারে পাঠানো হয় এবং রিমান্ডে নির্যাতনের কারণে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। আদালতের থেরাপি সংক্রান্ত আদেশও বাস্তবায়ন করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

সর্বশেষ আপডেট ০৪:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার দুপুর ৩টার দিকে সংগঠনটির ব্যানারে বিপুল সংখ্যক মানুষ সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওয়ারী, গেন্ডারিয়া এবং পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা লোকজনও এতে যোগ দেয়।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার জানান, শহীদ নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর হত্যার বিচার দাবিতেই এই কর্মসূচি। তিনি বলেন, দ্রুত আইজিপিকে অপসারণ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় শাহবাগ পুরোপুরি বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে।

এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা দাবি করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড ও সেনা কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ পাওয়ার পর তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে পিন্টুকে রাজশাহী কারাগারে পাঠানো হয় এবং রিমান্ডে নির্যাতনের কারণে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। আদালতের থেরাপি সংক্রান্ত আদেশও বাস্তবায়ন করা হয়নি।