ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 67

শওকত মাহমুদ

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকেলে ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন দাখিল করেন। তবে মামলার মূল নথি আদালতে না পৌঁছায় রিমান্ড বিষয়ে শুনানি সেদিন অনুষ্ঠিত হয়নি। আদালত রিমান্ড আবেদনের ওপর শুনানির তারিখ ঠিক করেছেন আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রসিকিউশন পক্ষের এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা এলাকার একটি স্থান থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, শওকত মাহমুদ ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, তারা বিভিন্ন সময় রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়েছেন।

এরও আগে, ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকায় সন্দেহজনকভাবে গাড়ি চালাতে দেখে এনায়েত করিম চৌধুরীকে আটক করে পুলিশ। তিনি নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করেছিলেন। পরে ১৪ সেপ্টেম্বর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

সর্বশেষ আপডেট ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকেলে ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন দাখিল করেন। তবে মামলার মূল নথি আদালতে না পৌঁছায় রিমান্ড বিষয়ে শুনানি সেদিন অনুষ্ঠিত হয়নি। আদালত রিমান্ড আবেদনের ওপর শুনানির তারিখ ঠিক করেছেন আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রসিকিউশন পক্ষের এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা এলাকার একটি স্থান থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, শওকত মাহমুদ ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, তারা বিভিন্ন সময় রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়েছেন।

এরও আগে, ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকায় সন্দেহজনকভাবে গাড়ি চালাতে দেখে এনায়েত করিম চৌধুরীকে আটক করে পুলিশ। তিনি নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করেছিলেন। পরে ১৪ সেপ্টেম্বর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।