শিরোনাম
দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন শাহাদাত হোসেন সেলিম
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 65
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি–একাংশ) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির প্রেস উইং থেকে তার যোগদানের বিষয়টি জানানো হয়।
শাহাদাত হোসেন সেলিমকে এর আগে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানায়। গত ২৭ নভেম্বর এ ঘোষণা আসে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে সেলিমকে আগে থেকেই অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছিল। তিনি বলেন, বহুদিন ধরে ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিভিন্ন আন্দোলনে বিএনপির সঙ্গে সক্রিয় ছিলেন সেলিম। তার অবদান বিবেচনায় আগেই ইতিবাচক সংকেত দেওয়া হয়েছিল।
































