ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় ট্র্যাজেডি দিবস স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
  • সর্বশেষ আপডেট ০২:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 85

নেত্রকোণায় ট্র্যাজেডি দিবস স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন

নেত্রকোণায় ২০০৫ সালের ৮ ডিসেম্বরের ভয়াবহ বোমা হামলায় নিহত আটজনকে স্মরণ করে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ট্র্যাজেডি দিবস পালন করা হয়েছে। জেলা উদীচীসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো দিনটি উপলক্ষে শহরে শোক ও প্রতিবাদের পরিবেশ তৈরি করে।

সকালে অজহর রোডে জেলা উদীচী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে কালো ব্যাজ ধারণ, এক মিনিট নীরবতা পালন, শহীদদের কবর জিয়ারত ও নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

বিকেলে শহীদ মিনার চত্বরে সন্ত্রাস ও মৌলবাদবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।

২০০৫ সালের ওই দিন জেএমবি-র পরিচালিত আত্মঘাতী হামলায় উদীচীর শিল্পীসহ আটজন প্রাণ হারান এবং কমপক্ষে ৫০ জন আহত হন। এ ঘটনার মামলায় জেএমবির শীর্ষ সাত সদস্যের ফাঁসি এবং বাংলা ভাইয়ের স্ত্রীর যাবজ্জীবন দণ্ডের রায় দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোণায় ট্র্যাজেডি দিবস স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন

সর্বশেষ আপডেট ০২:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণায় ২০০৫ সালের ৮ ডিসেম্বরের ভয়াবহ বোমা হামলায় নিহত আটজনকে স্মরণ করে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ট্র্যাজেডি দিবস পালন করা হয়েছে। জেলা উদীচীসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো দিনটি উপলক্ষে শহরে শোক ও প্রতিবাদের পরিবেশ তৈরি করে।

সকালে অজহর রোডে জেলা উদীচী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে কালো ব্যাজ ধারণ, এক মিনিট নীরবতা পালন, শহীদদের কবর জিয়ারত ও নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

বিকেলে শহীদ মিনার চত্বরে সন্ত্রাস ও মৌলবাদবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।

২০০৫ সালের ওই দিন জেএমবি-র পরিচালিত আত্মঘাতী হামলায় উদীচীর শিল্পীসহ আটজন প্রাণ হারান এবং কমপক্ষে ৫০ জন আহত হন। এ ঘটনার মামলায় জেএমবির শীর্ষ সাত সদস্যের ফাঁসি এবং বাংলা ভাইয়ের স্ত্রীর যাবজ্জীবন দণ্ডের রায় দেওয়া হয়।