ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বরিশাল যাবেন হাদী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 60

ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বরিশাল যাবেন হাদী

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগে গিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন। বাবুগঞ্জ এলাকায় জনতার একটি অংশ তাকে ঘিরে “ভুয়া ভুয়া” স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোববার দুপুরের এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিনি দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

ঘটনার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী ক্ষোভ প্রকাশ করে জানান, ফুয়াদকে হেনস্তা করা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তিনি ফুয়াদের প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুয়াদ রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দাবি করেন, কিছু ব্যক্তির চাঁদা দাবির কারণে সেতুর নির্মাণকাজ আটকে ছিল। এ বক্তব্যের পরই উপস্থিত জনতার একাংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে।

পরবর্তী সময়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুয়াদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, ফুয়াদ সাধারণ মানুষকে চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে ভুল তথ্য প্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চাওয়ার অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন—যা তারা প্রত্যাখ্যান করেন।

এই বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এবং তারা প্রকাশ্যে প্রতিবাদ জানায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বরিশাল যাবেন হাদী

সর্বশেষ আপডেট ০২:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগে গিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন। বাবুগঞ্জ এলাকায় জনতার একটি অংশ তাকে ঘিরে “ভুয়া ভুয়া” স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোববার দুপুরের এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিনি দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

ঘটনার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী ক্ষোভ প্রকাশ করে জানান, ফুয়াদকে হেনস্তা করা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তিনি ফুয়াদের প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুয়াদ রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দাবি করেন, কিছু ব্যক্তির চাঁদা দাবির কারণে সেতুর নির্মাণকাজ আটকে ছিল। এ বক্তব্যের পরই উপস্থিত জনতার একাংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে।

পরবর্তী সময়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুয়াদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, ফুয়াদ সাধারণ মানুষকে চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে ভুল তথ্য প্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চাওয়ার অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন—যা তারা প্রত্যাখ্যান করেন।

এই বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এবং তারা প্রকাশ্যে প্রতিবাদ জানায়।