ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার যুবলীগ নেতা পুলিশ হেফাজতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 52

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রেজাউল করিম (৩৬) নামে এক যুবলীগ নেতা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রেজাউল করিম দরগাহপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

গত ৪ ডিসেম্বর কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায় রেজাউল করিমকে আটক করে র‍্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এর আগে গত বছরের ২৬ নভেম্বর গভীর রাতে রেজাউল করিমকে না পেয়ে তার ১৪ বছর বয়সী ছেলে রাফিকে আটক করে গ্রেফতার দেখায় টেকনাফ থানা পুলিশ।

এ ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরবর্তীতে ৯ দিন কারাবাসের পর আদালতের নির্দেশে জামিনে মুক্তি পায় স্কুলছাত্র রাফি।

এই ঘটনার এক বছর পর পুলিশ হেফাজতে মারা যাওয়া রেজাউল করিমের পরিবার জানিয়েছে তিনি হার্টের রোগী ছিলেন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে র‍্যাব তাকে অসুস্থ অবস্থায় আটক করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে পুলিশের উপস্থিতিতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আইনি প্রক্রিয়া শেষে রেজাউল করিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ থানা সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্রেফতার যুবলীগ নেতা পুলিশ হেফাজতে মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রেজাউল করিম (৩৬) নামে এক যুবলীগ নেতা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রেজাউল করিম দরগাহপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

গত ৪ ডিসেম্বর কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায় রেজাউল করিমকে আটক করে র‍্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এর আগে গত বছরের ২৬ নভেম্বর গভীর রাতে রেজাউল করিমকে না পেয়ে তার ১৪ বছর বয়সী ছেলে রাফিকে আটক করে গ্রেফতার দেখায় টেকনাফ থানা পুলিশ।

এ ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরবর্তীতে ৯ দিন কারাবাসের পর আদালতের নির্দেশে জামিনে মুক্তি পায় স্কুলছাত্র রাফি।

এই ঘটনার এক বছর পর পুলিশ হেফাজতে মারা যাওয়া রেজাউল করিমের পরিবার জানিয়েছে তিনি হার্টের রোগী ছিলেন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে র‍্যাব তাকে অসুস্থ অবস্থায় আটক করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে পুলিশের উপস্থিতিতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আইনি প্রক্রিয়া শেষে রেজাউল করিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ থানা সূত্রে জানা গেছে।