শিরোনাম
খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল
সিনিয়র প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 89
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং তার প্রতিবেদন স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে চিকিৎসক দলের মেডিকেল বোর্ড। রোববার (৭ ডিসেম্বর) রাতে বোর্ড এ তথ্য নিশ্চিত করে।
এর আগে শুক্রবার তাঁর এন্ডোস্কপি করা হয়, যেখানে পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।
এদিন রাতেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান ড. জুবাইদা রহমান। রাত ১০টায় মেডিকেল বোর্ডের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে।




































