মামলার বিষয়ে মুখ খুললেন শিশির মনির
- সর্বশেষ আপডেট ০৯:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 74
জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির তার বিরুদ্ধে করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন হওয়ার পর সন্ধ্যায় তিনি লিখিত বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
শিশির মনির বলেন, মামলা করার অধিকার সবার থাকলেও অভিযোগের বিষয়বস্তু দেখে মনে হয়েছে—এটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। তার ভাষায়, কিছু আইনজীবী অতিরিক্ত উৎসাহ নিয়ে রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্যই এই পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, আইনের প্রতি তার সম্মান রয়েছে এবং যথাসময়ে আদালতে উপযুক্ত প্রতিকার নেওয়া হবে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, মামলার বাদী ও সাক্ষীরা ঢাকার আইনজীবী সমিতির সদস্য এবং প্রাথমিক তথ্য অনুযায়ী সবাই একটি রাজনৈতিক দলের কর্মী।
এদিন অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলা দায়ের করেন। তার জবানবন্দি গ্রহণ শেষে আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।
আবেদনে অভিযোগ করা হয়, রোজা ও পূজাকে একই প্রেক্ষাপটে তুলনা করে শিশির মনির এমন মন্তব্য করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। অভিযোগে বলা হয়, ইসলাম ধর্মে আল্লাহর কোনো আকৃতি নেই এবং রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয়, যেখানে সনাতন ধর্মের আচার–পূজা দেবদেবীর আকৃতিনির্ভর—এ দুই বিষয়কে এক করে দেখা সংবেদনশীলতা তৈরি করেছে।
































