সুন্দরবনে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যু ডন বাহিনী
- সর্বশেষ আপডেট ০৭:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 88
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে সাতজন জেলেকে অপহরণ করেছে জলদস্যু ডন বাহিনী। রোববার সকালে তিনটি আলাদা খাল থেকে অস্ত্রধারী জলদস্যুরা জেলেদের তুলে নিয়ে প্রতি জনের জন্য ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামীম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) এবং হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।
ফিরে আসা জেলে ফজর আলী ও সবুজ মিয়া জানান, তারা ২ ডিসেম্বর কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে কাঁকড়া ধরতে বনে যান। রোববার সকালে মালঞ্চ নদীর হাঁসখালী, চেলাকাটা ও হেতালবুনি খালে অবস্থানকালে তিনটি নৌকায় করে ১০ জন সশস্ত্র ব্যক্তি এসে তাদের ঘিরে ধরে। এরপর প্রতিটি নৌকা থেকে একজন করে তুলে নিয়ে মোবাইল ব্যাংকিং নম্বর দিয়ে মুক্তিপণের টাকা পাঠাতে বলে।
জেলেদের ভাষ্য, বনে ঢোকার জন্য তারা সবাই ঋণ করেছিলেন। এখন আবার মুক্তিপণ দিতে হচ্ছে—এমন পরিস্থিতিতে তাদের জীবন চরম সংকটে পড়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অপহৃত জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বনবিভাগও মাঠ পর্যায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে।
অন্যদিকে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সংরক্ষিত এলাকায় মাছ ধরার অভিযোগে সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হকের নেতৃত্বে বাহির মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাগেরহাট জেলার মোশারফ হোসেন (৪০), ইব্রাহিম শেখ (৩০), মহসিন শেখ (৫০), ইয়াছিন মোসাল্লি (১৮), ইকরাম শেখ (২৪), শওকাত আলী ফকির (৫৫) এবং সাফারত ফকির (৪৫)।
বনবিভাগ জানায়, জেলেদের কাছে সাগরে মাছ ধরার অনুমতিপত্র থাকলেও তারা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়ম ভঙ্গ করেছিলেন। নৌযান হেফাজতে রেখে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


































