এনায়েত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার শওকত মাহমুদ
- সর্বশেষ আপডেট ০৬:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 57
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তার বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি। তাকে রাজধানীর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, এনায়েতের সঙ্গে শওকত মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সম্প্রতি মার্কিন একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেপ্তার হন এনায়েতুর রহমান চৌধুরী। তিনি দেশের প্রথম সারির ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে তাকে রমনা থানায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই তদন্তের একাধিক ঘটনায় শওকত মাহমুদের নাম এসেছে।
































