শিরোনাম
সাংবাদিক শওকত মাহমুদ আটক
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 61
জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার বিকেলে রাজধানীর মালিবাগে তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম সমকালকে জানান, এনায়েত করিমের মামলায় শওকত মাহমুদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, এবং মহাসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন শওকত মাহমুদ। তিনি এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।




































