ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 55

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তারা অবরোধ তুলে নিলে শাহবাগের যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট পরে তারা সড়ক ছাড়েন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত অধ্যাদেশ জারি হলে কলেজগুলোর উচ্চমাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং কলেজগুলোর ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে।

সকালে ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল করে শাহবাগ মোড় অবরোধ করেন।

ঢাকা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে তাদের বোঝানো ও সমঝোতার মাধ্যমে রাস্তা খোলা হয়। বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

সর্বশেষ আপডেট ০৩:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তারা অবরোধ তুলে নিলে শাহবাগের যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট পরে তারা সড়ক ছাড়েন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত অধ্যাদেশ জারি হলে কলেজগুলোর উচ্চমাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং কলেজগুলোর ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে।

সকালে ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল করে শাহবাগ মোড় অবরোধ করেন।

ঢাকা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে তাদের বোঝানো ও সমঝোতার মাধ্যমে রাস্তা খোলা হয়। বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।