ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 49

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে হাসপাতাল পরিদর্শনকালে তর্কে জড়ানোর অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডা. ধনদেব চন্দ্র বর্মণকে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত গ্রহণ করে। গত বছর আগস্ট মাস থেকে হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডা. ধনদেব চন্দ্র বর্মণ।

এদিন বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ডা. ধনদেবকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেন। তাকে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থি। এ কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিদর্শনের একপর্যায়ে ডিজি ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে কক্ষের ভেতরে একটি টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণ তাৎক্ষণিকভাবে ডিজির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি

সর্বশেষ আপডেট ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে হাসপাতাল পরিদর্শনকালে তর্কে জড়ানোর অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডা. ধনদেব চন্দ্র বর্মণকে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত গ্রহণ করে। গত বছর আগস্ট মাস থেকে হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডা. ধনদেব চন্দ্র বর্মণ।

এদিন বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ডা. ধনদেবকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেন। তাকে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থি। এ কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিদর্শনের একপর্যায়ে ডিজি ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে কক্ষের ভেতরে একটি টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণ তাৎক্ষণিকভাবে ডিজির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।