ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ শুরু, ১০ ডিগ্রিতে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ১১:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 41

পঞ্চগড়ে শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। রোববার (৭ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

রোববার (৭ ডিসেম্বর) ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত দৃশ্যমানতা এতটাই কম ছিল যে হেডলাইট জ্বালিয়েও সামনে কিছু দেখা যাচ্ছিল না। ফলে প্রয়োজন ছাড়া মানুষের চলাচল ছিল সীমিত। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহনের চালকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দূরপাল্লার পরিবহন চালকরা জানান, রংপুর পর্যন্ত সেভাবে কুয়াশা পাইনি। কিন্তু পঞ্চগড়ে ঢুকতেই কিছু দেখা যাচ্ছিল না। ২০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা লেগে যাচ্ছে। হেডলাইট ঠিকমতো কাজ করে না, খুব আস্তে আস্তে আসতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শৈত্যপ্রবাহ শুরু, ১০ ডিগ্রিতে তাপমাত্রা

সর্বশেষ আপডেট ১১:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। রোববার (৭ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

রোববার (৭ ডিসেম্বর) ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত দৃশ্যমানতা এতটাই কম ছিল যে হেডলাইট জ্বালিয়েও সামনে কিছু দেখা যাচ্ছিল না। ফলে প্রয়োজন ছাড়া মানুষের চলাচল ছিল সীমিত। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহনের চালকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দূরপাল্লার পরিবহন চালকরা জানান, রংপুর পর্যন্ত সেভাবে কুয়াশা পাইনি। কিন্তু পঞ্চগড়ে ঢুকতেই কিছু দেখা যাচ্ছিল না। ২০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা লেগে যাচ্ছে। হেডলাইট ঠিকমতো কাজ করে না, খুব আস্তে আস্তে আসতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ চলছে।