ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
  • সর্বশেষ আপডেট ০৯:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 66

৭ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম (৩৭)–এর মরদেহ সাত দিন পর বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার বিকেল ৪টার দিকে দৌলতগঞ্জ–মাজদিয়া স্থলবন্দর এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়। বিজিবির পক্ষে মহেশপুর–৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান মরদেহ গ্রহণ করেন।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস নিশ্চিত করেন যে, দীর্ঘ অপেক্ষার পর শহিদের মরদেহ দেশে ফেরত এসেছে। হস্তান্তরের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহটি আনুষ্ঠানিকভাবে শহিদের বাবা নস্কর আলীর হাতে তুলে দেওয়া হয়।

গত ২৯ নভেম্বর গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম আহত হন। তার সঙ্গে থাকা পাঁচ জন পালিয়ে আসতে সক্ষম হলেও তিনি গুরুতর জখম অবস্থায় বিএসএফের হাতে পড়ে যান। পরে তাকে ভারতের কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়, যেখানে সেদিন রাতেই তার মৃত্যু হয়।

নিহত শহিদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৭ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

সর্বশেষ আপডেট ০৯:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম (৩৭)–এর মরদেহ সাত দিন পর বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার বিকেল ৪টার দিকে দৌলতগঞ্জ–মাজদিয়া স্থলবন্দর এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়। বিজিবির পক্ষে মহেশপুর–৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান মরদেহ গ্রহণ করেন।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস নিশ্চিত করেন যে, দীর্ঘ অপেক্ষার পর শহিদের মরদেহ দেশে ফেরত এসেছে। হস্তান্তরের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহটি আনুষ্ঠানিকভাবে শহিদের বাবা নস্কর আলীর হাতে তুলে দেওয়া হয়।

গত ২৯ নভেম্বর গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম আহত হন। তার সঙ্গে থাকা পাঁচ জন পালিয়ে আসতে সক্ষম হলেও তিনি গুরুতর জখম অবস্থায় বিএসএফের হাতে পড়ে যান। পরে তাকে ভারতের কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়, যেখানে সেদিন রাতেই তার মৃত্যু হয়।

নিহত শহিদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।