মুলাদীতে ৩৬ জুলাই সেতু উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের হামলা ও ভাঙচুর
- সর্বশেষ আপডেট ০৬:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 108
বরিশালের মুলাদীতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে একটি সেতু উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়রা হামলা চালিয়ে সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর উদ্বোধনকালে এই ঘটনা ঘটে। পরে কর্মকর্তারা সেতু উদ্বোধন না করে চলে যান।
হামলাকারীরা সেতুর নাম ফলক ভেঙে ফেলেন, চেয়ার ভাঙচুর করেন এবং লালগালিচা নিয়ে যান। প্রতিবাদকারী স্থানীয়রা সেতুর নাম পরিবর্তন এবং সেতু নির্মাণের প্রকল্পকারদের বাদ দিয়ে অনুষ্ঠান আয়োজন করার কারণে বিক্ষুব্ধ হয়।
মুলাদী ও কালকিনি থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী কাচিচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম জানান, সেতুর পশ্চিম প্রান্তে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার এবং মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নাজিরপুর ও রামারপোল গ্রামের দুই শতাধিক লোক পূর্বপাড় থেকে মিছিল করে এসে ফলক ভেঙে, সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করে লালগালিচা নিয়ে যায়।
সেতুটি নাজিরপুর-রামারপোল সৌহার্দ্য সেতু নামে ২০১৪ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। চলতি বছর মূল সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ ছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তার নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ করে উদ্বোধনের দিন ধার্য করেছিলেন। তবে স্থানীয়দের আপত্তি ও হামলার কারণে অনুষ্ঠান পণ্ড হয়।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, হামলার কারণে সেতু উদ্বোধন করা সম্ভব হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, সেতুর নাম পরিবর্তন এবং স্থানীয়দের অভিযোগের কারণে উদ্বোধন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হয়েছে।



































