ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 63

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অনুমতি দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে—এ তথ্য জানিয়েছেন ড. এনামুল হক চৌধুরী।

শনিবার খালেদা জিয়ার এই উপদেষ্টা গণমাধ্যমকে জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং সবকিছুই কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে। বিএনপির পক্ষ থেকে তিনিই বিষয়টি নিয়ে কাতারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

ড. এনামুল হক বলেন, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। তিনি আরও জানান, জার্মানি থেকে একটি উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে কাতারের উদ্যোগে—এ ক্ষেত্রে বিএনপির কোনো সরাসরি ভূমিকা নেই।

এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি বলে চিকিৎসকদের বরাতে জানা গেছে। তাঁকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিদিন মেডিকেল বোর্ড তাঁর নিয়মিত পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও ফ্লাই করার মতো স্থিতিশীল নন; তাই লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

গত দুই দিনে মেডিকেল বোর্ড বেশ কয়েকটি পরীক্ষা করেছে, যার ফল বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের নেতৃত্বে আছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসেছেন শাশুড়িকে বিদেশে চিকিৎসার জন্য নিতে প্রস্তুতি চূড়ান্ত করতে।

২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তাঁর বিদেশযাত্রার চূড়ান্ত সময়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স

সর্বশেষ আপডেট ০২:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অনুমতি দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে—এ তথ্য জানিয়েছেন ড. এনামুল হক চৌধুরী।

শনিবার খালেদা জিয়ার এই উপদেষ্টা গণমাধ্যমকে জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং সবকিছুই কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে। বিএনপির পক্ষ থেকে তিনিই বিষয়টি নিয়ে কাতারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

ড. এনামুল হক বলেন, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। তিনি আরও জানান, জার্মানি থেকে একটি উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে কাতারের উদ্যোগে—এ ক্ষেত্রে বিএনপির কোনো সরাসরি ভূমিকা নেই।

এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি বলে চিকিৎসকদের বরাতে জানা গেছে। তাঁকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিদিন মেডিকেল বোর্ড তাঁর নিয়মিত পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও ফ্লাই করার মতো স্থিতিশীল নন; তাই লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

গত দুই দিনে মেডিকেল বোর্ড বেশ কয়েকটি পরীক্ষা করেছে, যার ফল বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের নেতৃত্বে আছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসেছেন শাশুড়িকে বিদেশে চিকিৎসার জন্য নিতে প্রস্তুতি চূড়ান্ত করতে।

২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তাঁর বিদেশযাত্রার চূড়ান্ত সময়।