আমির খসরু মাহমুদ
বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই
- সর্বশেষ আপডেট ০৭:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 96
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো যোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু জানান, খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনকে প্রভাবিত করবে—এ ধারণা ভিত্তিহীন। তিনি বলেন, বেগম জিয়া সবসময় জনগণের ভোটাধিকারের পক্ষেই অবস্থান নিয়েছেন এবং একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠনের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রয়েছে। চিকিৎসকদের অনুমতি পেলেই তাকে লন্ডনে নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, খালেদা জিয়ার অসুস্থতা এবং নির্বাচন পেছানোর দাবির মধ্যে কোনো সম্পর্ক নেই; বরং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার ভূমিকা সবসময়ই স্পষ্ট ও অটল।
































