শিরোনাম
ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত তিনজন
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
- সর্বশেষ আপডেট ০২:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 75
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন এবং দুই শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, টেকেরহাটগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পাঁচজন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


































