ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার

শেখ হাসিনা ইস্যুতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০১:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 147

পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে বিষয়টি এখনও পর্যালোচনা করা হচ্ছে এবং বাংলাদেশও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের প্রযুক্তিগত ত্রুটির কারণে আজও তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতাল নিয়েও কথা বলেন তিনি। তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতালের প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু করতে চায়, আর ভবিষ্যতে একটি নির্বাচিত সরকার এ প্রকল্প সম্পন্ন করবে—এমন আশা প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার

শেখ হাসিনা ইস্যুতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত

সর্বশেষ আপডেট ০১:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে বিষয়টি এখনও পর্যালোচনা করা হচ্ছে এবং বাংলাদেশও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের প্রযুক্তিগত ত্রুটির কারণে আজও তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতাল নিয়েও কথা বলেন তিনি। তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতালের প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু করতে চায়, আর ভবিষ্যতে একটি নির্বাচিত সরকার এ প্রকল্প সম্পন্ন করবে—এমন আশা প্রকাশ করেন তিনি।