ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুকুরছানা হত্যা মামলায় গৃহবধূ কারাগারে, সঙ্গে দুই বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 69

কুকুরছানা হত্যা মামলায় গৃহবধূ কারাগারে, সঙ্গে দুই বছরের শিশু

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন গৃহবধূ নিশি রহমান (৩৮)। আদালতে হাজির করার পর তার জামিন নামঞ্জুর হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। তবে নিশি রহমানের দুই বছরের ছেলে আনাফ এখনও মায়ের দুধপানরত হওয়ায় শিশুটিকেও তার সঙ্গে কারাগারে রাখা হয়েছে।

বুধবার বিকেলে ঈশ্বরদী থানা থেকে নিশি রহমানকে পাবনা আমলী আদালত-২ এ নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে তাকে দেখা যায় দুই বছরের শিশুকে কোলে নিয়ে। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আনাফও মায়ের সঙ্গেই কারাগারে যায়।

পাবনা জেল সুপার ওমর ফারুক জানান, শিশুটি এখনো মায়ের বুকের দুধ খায়। তাই নিয়ম অনুযায়ী সে মায়ের সঙ্গেই থাকবে।

নিশি রহমানের স্বামী, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, তাদের তিন সন্তান—দুই ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে আনাফ মায়ের সঙ্গেই কারাগারে রয়েছে। তিনি জানান, জামিন আবেদন করা হলেও শুনানি হয়নি। আগামী রোববার নতুন তারিখ নির্ধারিত হয়েছে।

ঘটনার পটভূমি

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে একটি কুকুর দীর্ঘদিন ধরে থাকত এবং গত সপ্তাহে সে ৮টি বাচ্চা জন্ম দেয়। সোমবার সকাল থেকে ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুরটি ছুটোছুটি ও কান্নাকাটি করতে থাকে। পরে জানা যায়—হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান বস্তায় ভরে জীবন্ত কুকুরছানাগুলোকে রাতের কোনো একসময় উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন।

পরদিন সকালে পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। এরপর রাতেই ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুকুরছানা হত্যা মামলায় গৃহবধূ কারাগারে, সঙ্গে দুই বছরের শিশু

সর্বশেষ আপডেট ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন গৃহবধূ নিশি রহমান (৩৮)। আদালতে হাজির করার পর তার জামিন নামঞ্জুর হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। তবে নিশি রহমানের দুই বছরের ছেলে আনাফ এখনও মায়ের দুধপানরত হওয়ায় শিশুটিকেও তার সঙ্গে কারাগারে রাখা হয়েছে।

বুধবার বিকেলে ঈশ্বরদী থানা থেকে নিশি রহমানকে পাবনা আমলী আদালত-২ এ নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে তাকে দেখা যায় দুই বছরের শিশুকে কোলে নিয়ে। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আনাফও মায়ের সঙ্গেই কারাগারে যায়।

পাবনা জেল সুপার ওমর ফারুক জানান, শিশুটি এখনো মায়ের বুকের দুধ খায়। তাই নিয়ম অনুযায়ী সে মায়ের সঙ্গেই থাকবে।

নিশি রহমানের স্বামী, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, তাদের তিন সন্তান—দুই ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে আনাফ মায়ের সঙ্গেই কারাগারে রয়েছে। তিনি জানান, জামিন আবেদন করা হলেও শুনানি হয়নি। আগামী রোববার নতুন তারিখ নির্ধারিত হয়েছে।

ঘটনার পটভূমি

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে একটি কুকুর দীর্ঘদিন ধরে থাকত এবং গত সপ্তাহে সে ৮টি বাচ্চা জন্ম দেয়। সোমবার সকাল থেকে ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুরটি ছুটোছুটি ও কান্নাকাটি করতে থাকে। পরে জানা যায়—হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান বস্তায় ভরে জীবন্ত কুকুরছানাগুলোকে রাতের কোনো একসময় উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন।

পরদিন সকালে পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। এরপর রাতেই ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।