ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 73

মোদি পুতিন

বৃহস্পতিবার দু’দিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসালেন তিনি।

এক সাক্ষাৎকারে পুতিন জানান, প্রধানমন্ত্রী মোদি চাপের কাছে নতিস্বীকার করেন না। মার্কিন শুল্ক নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, “চাপের সামনে নতিস্বীকার করার মানুষ নন প্রধানমন্ত্রী মোদি।”

ভারতের প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, তিনি ভারত সফরের জন্য মুখিয়ে আছেন। এই সফরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে বহু আলোচনা হবে বলেও জানান তিনি।

পুতিন বলেন, “মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণসহ একাধিক ক্ষেত্রে ভবিষ্যতের স্বার্থে ভারত ও রাশিয়া একসঙ্গে কাজ করছে।”

তিনি আরও জানান, ভারত ও রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়েও আলোচনা করবে।

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন বলেন, “ভারত দারুণ দেশ। সে দেশের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এটি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বেরই সাফল্য। সব সময় কিছু সমালোচক থাকেন, যারা বলেন— আরও ভালো হতে পারত। কিন্তু ফলাফলই সব বলে দেয়।”

গত সেপ্টেম্বরে চীনে এসসিও সম্মেলনে মোদিকে নিজের গাড়িতে বসিয়েছিলেন পুতিন। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গাড়িতে ঘোরার পরিকল্পনা আমারই ছিল। এটি আমাদের বন্ধুত্বের স্মারক।”

পুতিন জানান, ওই গাড়ি সফরেই তারা এসসিও সম্মেলনের কর্মসূচি নিয়ে আলোচনা সেরে নেন। তার ভাষায়, “এটা পূর্বপরিকল্পিত ছিল না। আমরা বাইরে বেরিয়েছিলাম, সেখানে আমার গাড়ি ছিল। আমিই প্রস্তাব দিই— চলুন একসঙ্গে গাড়িতে উঠি। এটা কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন ছিল না; আমরা শুধু বন্ধু হিসেবেই গাড়িতে উঠেছিলাম।”

মোদির আমন্ত্রণে ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করবেন তিনি। সেজন্য আগেভাগেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। রুশ প্রেসিডেন্টের সফরের আগে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রাশিয়া থেকে প্রায় পঞ্চাশজন শীর্ষ নিরাপত্তাকর্মী আগেই দিল্লিতে পৌঁছে গেছেন। পুতিনের কনভয় যেসব পথ ধরে যাবে, সেসব পথ ইতোমধ্যে দিল্লি পুলিশ ও এনএসজি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তারা একবার টহল দিয়ে দেখেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন

সর্বশেষ আপডেট ০৮:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

বৃহস্পতিবার দু’দিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসালেন তিনি।

এক সাক্ষাৎকারে পুতিন জানান, প্রধানমন্ত্রী মোদি চাপের কাছে নতিস্বীকার করেন না। মার্কিন শুল্ক নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, “চাপের সামনে নতিস্বীকার করার মানুষ নন প্রধানমন্ত্রী মোদি।”

ভারতের প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, তিনি ভারত সফরের জন্য মুখিয়ে আছেন। এই সফরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে বহু আলোচনা হবে বলেও জানান তিনি।

পুতিন বলেন, “মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণসহ একাধিক ক্ষেত্রে ভবিষ্যতের স্বার্থে ভারত ও রাশিয়া একসঙ্গে কাজ করছে।”

তিনি আরও জানান, ভারত ও রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়েও আলোচনা করবে।

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন বলেন, “ভারত দারুণ দেশ। সে দেশের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এটি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বেরই সাফল্য। সব সময় কিছু সমালোচক থাকেন, যারা বলেন— আরও ভালো হতে পারত। কিন্তু ফলাফলই সব বলে দেয়।”

গত সেপ্টেম্বরে চীনে এসসিও সম্মেলনে মোদিকে নিজের গাড়িতে বসিয়েছিলেন পুতিন। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গাড়িতে ঘোরার পরিকল্পনা আমারই ছিল। এটি আমাদের বন্ধুত্বের স্মারক।”

পুতিন জানান, ওই গাড়ি সফরেই তারা এসসিও সম্মেলনের কর্মসূচি নিয়ে আলোচনা সেরে নেন। তার ভাষায়, “এটা পূর্বপরিকল্পিত ছিল না। আমরা বাইরে বেরিয়েছিলাম, সেখানে আমার গাড়ি ছিল। আমিই প্রস্তাব দিই— চলুন একসঙ্গে গাড়িতে উঠি। এটা কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন ছিল না; আমরা শুধু বন্ধু হিসেবেই গাড়িতে উঠেছিলাম।”

মোদির আমন্ত্রণে ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করবেন তিনি। সেজন্য আগেভাগেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। রুশ প্রেসিডেন্টের সফরের আগে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রাশিয়া থেকে প্রায় পঞ্চাশজন শীর্ষ নিরাপত্তাকর্মী আগেই দিল্লিতে পৌঁছে গেছেন। পুতিনের কনভয় যেসব পথ ধরে যাবে, সেসব পথ ইতোমধ্যে দিল্লি পুলিশ ও এনএসজি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তারা একবার টহল দিয়ে দেখেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে