ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সাতক্ষীরায় কাজী আলাউদ্দিন

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত করে বিশ্বাসঘাতকতা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৭:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 68

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত করে বিশ্বাসঘাতকতা

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, বিএনপি সব সময় উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি করে এসেছে, অথচ জামায়াতে ইসলাম অতীতে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাঁর দাবি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই একমাত্র ভরসা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সনাতনী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন। স্থানীয় বিএনপি এই বৈঠকের আয়োজন করে।

কাজী আলাউদ্দিন বলেন, স্বাধীনতার সময় সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দিয়েছিল। তিনি আরও বলেন, ১৯৮৬ সালের সামরিক শাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করেছিল—যার বিরূপ প্রভাব এখনো সমাজকে বহন করতে হচ্ছে।

উঠান বৈঠকে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি মুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পিসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় কাজী আলাউদ্দিন

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত করে বিশ্বাসঘাতকতা

সর্বশেষ আপডেট ০৭:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, বিএনপি সব সময় উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি করে এসেছে, অথচ জামায়াতে ইসলাম অতীতে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাঁর দাবি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই একমাত্র ভরসা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সনাতনী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন। স্থানীয় বিএনপি এই বৈঠকের আয়োজন করে।

কাজী আলাউদ্দিন বলেন, স্বাধীনতার সময় সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানুষকে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দিয়েছিল। তিনি আরও বলেন, ১৯৮৬ সালের সামরিক শাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করেছিল—যার বিরূপ প্রভাব এখনো সমাজকে বহন করতে হচ্ছে।

উঠান বৈঠকে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি মুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পিসহ স্থানীয় নেতাকর্মীরা।