ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে গণধর্ষণ–ব্ল্যাকমেইল: গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৪:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 85

শিক্ষার্থীকে গণধর্ষণ–ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় পিকনিকের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গতকাল ২ ডিসেম্বর ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানায় মামলা করেন।

মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ শাহা (২৩) এবং একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অন্তু দেওয়ান (২৮)।

পুলিশ জানায়, পিকনিকে নেওয়ার কথা বলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সহপাঠীসহ সিনিয়ররা শিক্ষার্থীকে গণধর্ষণ করে। এসময় তারা অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে এবং পরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৯৬ হাজার টাকা আদায় করে। আবারও শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করায় গতকাল ভুক্তভোগী মামলা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘চারজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেছে ভুক্তভোগী। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষার্থীকে গণধর্ষণ–ব্ল্যাকমেইল: গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

সাভারের আশুলিয়ায় পিকনিকের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গতকাল ২ ডিসেম্বর ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানায় মামলা করেন।

মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ শাহা (২৩) এবং একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অন্তু দেওয়ান (২৮)।

পুলিশ জানায়, পিকনিকে নেওয়ার কথা বলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সহপাঠীসহ সিনিয়ররা শিক্ষার্থীকে গণধর্ষণ করে। এসময় তারা অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে এবং পরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৯৬ হাজার টাকা আদায় করে। আবারও শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করায় গতকাল ভুক্তভোগী মামলা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘চারজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেছে ভুক্তভোগী। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’