এভারকেয়ারের মাঠে পরীক্ষামূলক হেলিকপ্টার ওঠা-নামা করবে
- সর্বশেষ আপডেট ০৪:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 51
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশের খোলা মাঠে নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠা-নামা করবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই কার্যক্রম পরিচালিত হবে এবং এটি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকলের আওতায় অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হাসপাতালের কাছের দু’টি উন্মুক্ত মাঠে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন পরীক্ষা করা হবে। এ ব্যাপারে জনসাধারণকে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা হাসপাতালে উপস্থিত ছিলেন।































