ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে জানতো না বাণিজ্য মন্ত্রণালয়

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 67

বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন

সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা পূর্ব থেকে জনাতো না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার দাবি, ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকরা নিজেদের মধ্যে সমন্বয় করে হঠাৎ করে দাম বৃদ্ধি করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মন্ত্রণালয়কে না জানিয়েই মিল মালিকরা একতরফা সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সরকার ইতিবাচকভাবে নেয়নি। আমরা আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবো—সেটি আপনারা দেখবেন।”

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং ব্যবসায়ীদের এমন আচরণ সহ্য করা হবে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ দাম বৃদ্ধির কারণ ও প্রক্রিয়া যাচাই করা হবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে জানতো না বাণিজ্য মন্ত্রণালয়

সর্বশেষ আপডেট ০৩:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা পূর্ব থেকে জনাতো না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার দাবি, ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকরা নিজেদের মধ্যে সমন্বয় করে হঠাৎ করে দাম বৃদ্ধি করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মন্ত্রণালয়কে না জানিয়েই মিল মালিকরা একতরফা সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সরকার ইতিবাচকভাবে নেয়নি। আমরা আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবো—সেটি আপনারা দেখবেন।”

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং ব্যবসায়ীদের এমন আচরণ সহ্য করা হবে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ দাম বৃদ্ধির কারণ ও প্রক্রিয়া যাচাই করা হবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।