ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আমীর খসরু মাহমুদ চৌধুরী

তারেক রহমানের দেশে ফেরা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 59

আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কি না—এ সিদ্ধান্ত পুরোপুরি তাঁর ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। তবে কেন তাঁকে ট্রাভেল ভিসা দেওয়া হবে, সে সম্পর্কে তিনি অবগত নন।

মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু জানান, বিএনপির রাজনীতির মূল ভিত্তি জনগণের আস্থা। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। জনগণ সুযোগ পেলে তাদের মতামত স্পষ্ট করে দেবে।

ডিজিটাল অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি চাইছে এমন একটি পরিবেশ তৈরি করতে যাতে নতুন প্রজন্ম সহজেই কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে। তাঁদের নির্বাচনী ঘোষণাপত্রেও বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গুরুত্ব পাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান এক পোস্টে জানান, দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর একার হাতে নেই। বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফেরার ইচ্ছা তাঁর রয়েছে।

অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একদিন আগে জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশ মিশনগুলো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি। তিনি দেশে ফিরতে চাইলে সরকারের কোনো বাধা নেই। প্রয়োজনে এক দিনের মধ্যেই তাঁকে ওয়ান–টাইম ট্রাভেল পাস দিতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী

তারেক রহমানের দেশে ফেরা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৯:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কি না—এ সিদ্ধান্ত পুরোপুরি তাঁর ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। তবে কেন তাঁকে ট্রাভেল ভিসা দেওয়া হবে, সে সম্পর্কে তিনি অবগত নন।

মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু জানান, বিএনপির রাজনীতির মূল ভিত্তি জনগণের আস্থা। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। জনগণ সুযোগ পেলে তাদের মতামত স্পষ্ট করে দেবে।

ডিজিটাল অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি চাইছে এমন একটি পরিবেশ তৈরি করতে যাতে নতুন প্রজন্ম সহজেই কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে। তাঁদের নির্বাচনী ঘোষণাপত্রেও বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গুরুত্ব পাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান এক পোস্টে জানান, দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর একার হাতে নেই। বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফেরার ইচ্ছা তাঁর রয়েছে।

অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একদিন আগে জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশ মিশনগুলো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি। তিনি দেশে ফিরতে চাইলে সরকারের কোনো বাধা নেই। প্রয়োজনে এক দিনের মধ্যেই তাঁকে ওয়ান–টাইম ট্রাভেল পাস দিতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার।