অবশেষে কারাগারে ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ
- সর্বশেষ আপডেট ০৬:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 85
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমাহ খানমকে কারাবন্দী ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে।
ডন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উজমাহ খানম দুপুরের পর কারাগারে প্রবেশ করে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। তবে সাক্ষাৎ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে ইমরান খানের সঙ্গে দেখা করার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে পিটিআই নেতা-কর্মীরা ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করেছিলেন। পিটিআই অভিযোগ করেছে, গত কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রীকে পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, ২৭ অক্টোবর থেকে ইমরান খান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কোনো ভিজিট অনুমোদিত হয়নি।
এদিকে, পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচির আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। এই ধারার অধীনে জেলা প্রশাসনকে নির্দিষ্ট সময়ের জন্য চার বা তার বেশি সংখ্যক মানুষের সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা প্রদান করা হয়। সত্ত্বেও পিটিআই সমর্থকরা জেলের বাইরে উপস্থিত ছিলেন এবং উজমাহ খানমের সঙ্গে দেখা করতে আসেন।





































