ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 59

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন- এমন গুঞ্জন কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। গুঞ্জন বাড়লেও সরকারের পক্ষ থেকে কিংবা কারা কর্তৃপক্ষ ইমরানের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। পরিবারও দীর্ঘদিন তার সঙ্গে দেখা করতে পারেনি। খবর এনডিটিভির।

এ অবস্থায় ইমরান খানের খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই কর্মসূচি ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইমরান খানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

সর্বশেষ আপডেট ১২:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন- এমন গুঞ্জন কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। গুঞ্জন বাড়লেও সরকারের পক্ষ থেকে কিংবা কারা কর্তৃপক্ষ ইমরানের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। পরিবারও দীর্ঘদিন তার সঙ্গে দেখা করতে পারেনি। খবর এনডিটিভির।

এ অবস্থায় ইমরান খানের খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই কর্মসূচি ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।