ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের নেপথ্যে কি?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৯:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 188

ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের নেপথ্যে কি?

চট্টগ্রামের সন্দ্বীপে একটি মাহফিলের মঞ্চে ‘পাকিস্তান পাকিস্তান—জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে ফেসবুকে ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

রোববার (৩০ নভেম্বর) রাতে মাইটভাঙ্গা ইউনিয়নের সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের মাঠে কোরআন তিলাওয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদেশি কোরআন তিলাওয়াতকারীরা অংশ নেন—যাদের মধ্যে ছিলেন ইরান, মিসর, ফিলিপাইন ও পাকিস্তানের প্রতিযোগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—মঞ্চে বসে থাকা এক বক্তা ‘পাকিস্তান পাকিস্তান’ বলে স্লোগান শুরু করলে সামনে থাকা দর্শকরা ‘জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে সাড়া দেন। পরে বক্তা ‘বাংলাদেশ বাংলাদেশ’ বললে একইভাবে জনতা ‘জিন্দাবাদ’ বলে সুর মেলান। এরপর তিনি ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন।

স্থানীয়রা জানান, বিদেশি প্রতিযোগীরা মঞ্চে উঠলে সঞ্চালক তাদের দেশের নাম ধরে স্লোগান দিচ্ছিলেন। অন্য এক ভিডিওতে মিসর থেকে আসা বক্তাকে ‘মিসর জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত জানানো হচ্ছে।

মাইটভাঙ্গার স্থানীয় বাসিন্দা নাঈম জানান, পাকিস্তান থেকে আগত এক বক্তা মঞ্চে ওঠার পরই সঞ্চালক এ স্লোগান ধরেন।
আরেকজন অংশগ্রহণকারী বলেন, প্রতিযোগীরা মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে তাদের মাতৃদেশের নাম উচ্চারণ করে স্লোগান দেওয়া হচ্ছিল।

ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান বাদশা বলেন, ‘পাকিস্তান জিন্দাবাদ—এ ধরনের স্লোগান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, তিনি ভিডিওটি দেখেননি এবং কেউ বিষয়টি তার নজরে আনেনি। তবে এমন কিছু হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, কেউ যদি এমন স্লোগান দিয়ে থাকে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের নেপথ্যে কি?

সর্বশেষ আপডেট ০৯:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের সন্দ্বীপে একটি মাহফিলের মঞ্চে ‘পাকিস্তান পাকিস্তান—জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে ফেসবুকে ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

রোববার (৩০ নভেম্বর) রাতে মাইটভাঙ্গা ইউনিয়নের সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের মাঠে কোরআন তিলাওয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদেশি কোরআন তিলাওয়াতকারীরা অংশ নেন—যাদের মধ্যে ছিলেন ইরান, মিসর, ফিলিপাইন ও পাকিস্তানের প্রতিযোগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—মঞ্চে বসে থাকা এক বক্তা ‘পাকিস্তান পাকিস্তান’ বলে স্লোগান শুরু করলে সামনে থাকা দর্শকরা ‘জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে সাড়া দেন। পরে বক্তা ‘বাংলাদেশ বাংলাদেশ’ বললে একইভাবে জনতা ‘জিন্দাবাদ’ বলে সুর মেলান। এরপর তিনি ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন।

স্থানীয়রা জানান, বিদেশি প্রতিযোগীরা মঞ্চে উঠলে সঞ্চালক তাদের দেশের নাম ধরে স্লোগান দিচ্ছিলেন। অন্য এক ভিডিওতে মিসর থেকে আসা বক্তাকে ‘মিসর জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত জানানো হচ্ছে।

মাইটভাঙ্গার স্থানীয় বাসিন্দা নাঈম জানান, পাকিস্তান থেকে আগত এক বক্তা মঞ্চে ওঠার পরই সঞ্চালক এ স্লোগান ধরেন।
আরেকজন অংশগ্রহণকারী বলেন, প্রতিযোগীরা মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে তাদের মাতৃদেশের নাম উচ্চারণ করে স্লোগান দেওয়া হচ্ছিল।

ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান বাদশা বলেন, ‘পাকিস্তান জিন্দাবাদ—এ ধরনের স্লোগান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, তিনি ভিডিওটি দেখেননি এবং কেউ বিষয়টি তার নজরে আনেনি। তবে এমন কিছু হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, কেউ যদি এমন স্লোগান দিয়ে থাকে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।