বাণিজ্য উপদেষ্টা
দেশে নিরাপত্তায় তেমন কোনো ঘাটতি নেই
- সর্বশেষ আপডেট ০৮:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 69
দেশে নিরাপত্তা পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো ঘাটতি নেই এবং বিনিয়োগ পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গ্লোবাল সোর্সিং এক্সপোর আয়োজনে বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ কিছুটা কম হওয়া প্রসঙ্গে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, কিছু ক্রেতা নানা কারণে উপস্থিত হতে পারেননি এবং কেউ কেউ নির্বাচনের পর দেশে আসার কথা বলেছেন। এ বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বাংলাদেশে নিরাপত্তাহীনতার কোনো বড় সমস্যা নেই; বরং আন্তর্জাতিকভাবে দেশের সম্পর্কে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, যা অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি করছে।
তিনি আরও জানান, বিদেশি ক্রেতারা নিজ নিজ দেশের নিরাপত্তা প্রটোকল মেনে চলেন, ফলে তাদের উপস্থিতির ক্ষেত্রে বাইরের সিদ্ধান্তগুলো প্রভাব ফেলতে পারে।
এক্সপো প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশ-বিদেশের বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও নির্মাতাদের এক মঞ্চে আনার মাধ্যমে এই আয়োজন নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ যে বাণিজ্য চ্যালেঞ্জ সামনে পাবে—তা মোকাবিলায় পণ্য বৈচিত্র্য, সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বাজার তৈরির গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত ড. লুতফে সিদ্দিকী। সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপোতে ১৬৫টি স্টল অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে ১১টি বিদেশি প্রতিষ্ঠান। তৈরি পোশাক, চামড়া, পাট, কৃষিজাত পণ্য, প্লাস্টিক, হোম ডেকর, ফার্মাসিউটিক্যালস ও আইসিটি—এই আটটি খাতের পণ্য প্রদর্শন করা হচ্ছে।
এ ছাড়া আফগানিস্তান, চীন, জাপান, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউএই, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ক্রেতা ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে থাকছে বিটুবি মিটিং, পণ্য কেনাবেচা, সেমিনার, নেটওয়ার্কিং এবং ফ্যাশন শোসহ নানা আয়োজন।


































