লেপ-কম্বল-কাঁথা রাখতে চায় না শিশুরা, জেনে নিন ৫ কারণ
- সর্বশেষ আপডেট ১২:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 93
শীত কাটাতে গরম পোশাক পরানো ছাড়াও রাতে লেপ-কম্বল বা মোটা কাঁথা রাখা হয় বিছানায়। এই রাতে বা দিনে শিশুদের ঘুমের সময়ই যত বিপত্তি ঘটে। তারা গা থেকে এসব পোশাক সরিয়ে দেন। যা নিয়ে চিন্তিত থাকেন অভিভাবকরা। কিন্তু কখনো কী ভেবেছেন-শিশুরা কেন গা থেকে লেপ-কম্বল বা কাঁথা সরিয়ে দেন। এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাহলে বিষয়টি সম্পর্কে জেনে নেয়া যাক।
শরীরের তাপমাত্রা বেশি হওয়া:
প্রায় সময়ই দেখা যায়, শিশুর শরীরে গরম কাপড় বা লেপ-কম্বল অতিরিক্ত দেয়া হয়। এতে তার শরীর গরম হয়ে যায় এবং অস্বস্থি বোধ করতে থাকে। এ কারণেও তারা গা থেকে গরম কাপড় সরিয়ে দিয়ে থাকে।
অস্বস্তি বোধ করা:
অনেক সময় কম্বল বা চাদর শিশুর শরীরের সঙ্গে বেমানান হয়। অতিরিক্ত মোটা কম্বল বা নতুন কম্বলের অনুভূতি পছন্দ নাও হতে পারে শিশুর। এ কারণেও গা থেকে কম্বল সরাতে পারে শিশু।
শারীরিক বৃদ্ধি:
কখনো কখনো দেখা যায়, শিশু তার ঘুমের সময় নড়াচড়া করে। এ সময় হাত-পা-ও ছোড়াছুড়ি করতে থাকে। কিছু সময় অনিচ্ছাকৃতভাবেই গা থেকে সব কাপড় সরিয়ে দিয়ে থাকে।
ডায়াপার পরিবর্তন:
শিশুর ডায়াপার ভিজে গেলে বা নোংরা হলে ভীষণ অস্বস্তি বোধ করে। এ জন্য গা থেকে সব ধরনের কাপড় খুলে ফেলার জন্য চেষ্টা করে থাকে শিশু।
শ্বাসকষ্টের সমস্যা:
ক্ষেত্র বিশেষ দেখা যায়, শিশুর নাক বন্ধ থাকলে শ্বাস নিতে সমস্যা হয়। এ জন্যও অনেক শিশু গা থেকে লেপ-কম্বল সরিয়ে দিয়ে থাকে। এ জন্য শিশুর নিঃশ্বাসের দিকে খেয়াল রাখতে হবে। এসব কারণ ছাড়াও মা-বাবার দৃষ্টি আকর্ষণের জন্যও শিশুরা গা থেকে কাপড় সরিয়ে দিতে পারে।
পরামর্শ:
শিশু যদি প্রায়ই বা মাঝে মধ্যে এমন করে থাকে এবং তার শরীর বেশ ঠান্ডা হয়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। শিশুর শরীরের সঙ্গে মানানসই এবং আরামদায়ক কাপড় নেবেন। তবে ভালো থাকবে আপনার শিশু।





































