যুক্তরাজ্যে এমপি পদ ছাড়ার চাপে পড়তে পারেন টিউলিপ
- সর্বশেষ আপডেট ০৬:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 49
পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং হাসিনার ভাগ্নি টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার রায় আগামী সোমবার (১ ডিসেম্বর) ঘোষিত হবে।
এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ১০ বছরের সাজা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ৪৩ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত ও দীর্ঘ সাজাপ্রাপ্ত হন, তাহলে ব্রিটিশ এমপির পদ ছাড়ার চাপের মুখে পড়তে হবে।
এর আগে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গত ডিসেম্বরে তদন্ত শুরু হয়। তখনও একই ধরনের চাপের মুখে পড়েছিলেন তিনি। তবে সিটি মিনিস্টারের পদ ছাড়ার পর সাময়িকভাবে দায়িত্বে ছিলেন।
রূপপুর দুর্নীতির অভিযোগের মধ্যে টিউলিপের যুক্তরাজ্যের একটি ফ্ল্যাট নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তিনি দাবি করেছিলেন, ফ্ল্যাটটি বাবা-মায়ের থেকে পেয়েছেন, কিন্তু আসলে এটি একজন আওয়ামীপন্থি নেতার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ তদন্ত জানায়, টিউলিপ ফ্ল্যাটের বিষয়টি নিয়ে মিথ্যাচার করলেও মন্ত্রিত্বের কোনো নিয়ম লঙ্ঘন করেননি।
এদিকে, বাংলাদেশে টিউলিপের মামলার স্বচ্ছতা নিয়ে কয়েকজন ব্রিটিশ আইনজীবী প্রশ্ন তুলেছেন। তারা বাংলাদেশ হাইকমিশনারের কাছে এ নিয়ে একটি চিঠি দিয়েছেন। তবে ডেইলি মেইল জানায়, টিউলিপ মামলা ও আইনজীবীদের চিঠির বিষয়ে কোনো মন্তব্য করেননি।
































