শিরোনাম
কোটির উপরে নাইম শেখ, অবিক্রিত মুশফিক-রিয়াদ
ক্রীড়া প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 85
বিপিলের ১২তম আসরের নিলাম শুরু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে নিলাম অনুষ্ঠিত হয়। শুরুতেই বিক্রি হয়েছে নাইম শেখ ও লিটন দাস। তবে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবিক্রিত থাকেন।
১ কোটি ১০ লাখ টাকায় নাইম শেখকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই ক্যাটাগরির নাইমের জন্য আগ্রহ প্রকাশ করেছিল সিলেট, রংপুর ও নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। শেষপর্যায়ে চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভিড়াতে সক্ষম হয়।
অন্যদিকে ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স লিটন দাসকে দলে নেয়। তবে ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাননি, ফলে তারা অবিক্রিত থাকেন।



































