শিরোনাম
সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
- সর্বশেষ আপডেট ১২:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 59
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেল বহনকারী ট্রেনের-৯৫২ ট্যাংকলরি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায় ট্রেনটির একটি ট্যাংক লরি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত রেল যোগাযোগ সচলে কাজ করে যাচ্ছে কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেন।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, তেলবাহী ট্যাংক লরি-৯৫২ এর একটি ট্যাংক লরি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, এদিন ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জ এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনচ্যুত হয়।
































