সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সর্বশেষ আপডেট ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 69
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শহিদুল উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিতে শহিদুল ইসলাম নিহত হন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসেন। শহিদুলের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিকালে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের ভারতের ৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফের সাথে যোগাযোগ চলছে।


































