ঢাকায় পাকিস্তানি নাগরিকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৯:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 84
রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফায়াজ আহমেদ (৪৩) নামে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৪টায় তিনি মারা যান।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ পাকিস্তানে পাঠানোর জন্য আজই (শনিবার) ঢাকায় পৌঁছেছেন তার বড় ভাই মো. সেলিম আখতার (৫৫)। মরদেহ বুঝিয়ে দেওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।’
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফায়াজ চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় ভালটেক্স ইন্টারন্যাশন বিডি লিমিটেড নামে একটি মোজার কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২৪ নভেম্বর) শারীরিক অসুস্থতার কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন এবং সেখানে স্ট্রোকের শিকার হন। শারীরিক অবস্থার অবনতি ঘটায়, বুধবার (২৬ নভেম্বর) রাত ১০টায় তাকে গুলশানের একটি হাসপাতালে স্থানান্তর করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুলশান থানার উপপরিদর্শক তৌহিদুর রহমান জানান, ‘এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা। তাই কোনো সাধারণ ডায়েরি হয়নি। যেহেতু মরদেহ দেশের বাইরে নেওয়া হবে এবং আমাদের থানার এলাকার হাসপাতালে মৃত্যু হয়েছে, তাই থানা-পুলিশ সহযোগিতা করছে। আশা করি, ভাইয়ের মাধ্যমে দ্রুততম সময়ে মরদেহ পাকিস্তানে পাঠানো হবে।’
ফায়াজের পাসপোর্ট ও ভিসা তথ্য অনুযায়ী, চলতি মাসের ১২ তারিখ তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন। ২২ তারিখ প্রথম শারীরিক জটিলতা অনুভব করেন এবং ২৪ তারিখ হাসপাতালে ভর্তি হন। ফায়াজ আহমেদ সর্বশেষ ৩ নভেম্বর পাকিস্তানে গিয়েছিলেন এবং ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের মাল্টিপল ভিসা পেয়েছিলেন।
































