রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- সর্বশেষ আপডেট ০৫:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 87
নরসিংদীর রায়পুরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আসা হাজারো নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। আয়োজনে নেতৃত্ব দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক, ‘আমরা বিএনপির পরিবার’-এর উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাপ মঞ্জুর, জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এন. জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহকোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজউদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


































